সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি ইমরান গ্রেফতার

আপডেট: February 9, 2025 |
inbound9076072230223904768
print news

মো:আবিদ হোসেন স্বরণ, ক্যাম্পাস প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সোহরাওয়ার্দী কলেজ শাখার সহ সভাপতি ইমরান হোসেন ইমু গ্রেফতার।  তাকে কলেজের পাশে লক্ষীবাজার হতে গ্রেফতার করেছে পুলিশ।

ইমরান হোসেন ইমু সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্ম বিভাগের (১৭-১৮) সেশনের ছাত্র ছিলেন।তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়িতে।

শনিবার (৮ ফেব্রুয়ারি)  তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন ছাত্রলীগের এই নেতা। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ।

গত ২০ আগষ্ট ২০২৪ এ মোছা:নাসরিন বেগম বাদী হয়ে সূত্রাপুর থানায়  এই মামলা করেন।

সূত্রাপুর থানার ওসি মো:সাইফুল ইসলাম জানান, ইমরানকে গোপন সংবাদের ওপর ভিত্তি করে নগরীর লক্ষীবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার  (৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে চালান দেওয়া হবে।

এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেছেন, ইমু শিক্ষার্থীদের এডমিট কার্ড আটকে রেখে অর্থ আদায় করতেন এবং বিভিন্নভাবে হয়রানি করতেন।

সে একজন কুখ্যাত অপরাধী। আমরা কোনো নিরপরাধ শিক্ষার্থীর ওপর অন্যায় নিপীড়ন চাই না, তবে ছাত্রলীগের মধ্যে যারা প্রকৃত অপরাধের সঙ্গে জড়িত এবং সহিংস ঘটনায় প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে।

সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক রাজিব হোসাইন এই বিষয়ে জানায় যে,আমরা মনে করি সকল গ্রেফতারকৃতদের সুষ্ঠ বিচার নিশ্চিত হওয়া দরকার।

সাথে সাথে যারা ফ্যাসিবাদের দোসর, গনহত্যার সাথে সরাসরি জড়িত ছিল,দেশকে অস্থিতিশীল করার জন্য নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম  পরিচালনা করে যাচ্ছেন, তাদের প্রত্যেককে অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর