হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাট কৃষক দলের মানববন্ধন

আপডেট: February 9, 2025 |
inbound8709851822111708185
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধি ও কৃষক বাচানোর প্রতিবাদে জয়পুরহাটে  জেলা কৃষকদল উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায়  শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে জয়পুরহাটের ১৯ টি হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন  বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম  ওবায়দুর রহমান চন্দন।

জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী  মনজুরে মওলা পলাশ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিনসহ প্রমুখ।

বক্তারা বলেন, এমনিতেই আলুর দাম কম, তার ওপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলে দেওয়া হয়েছে।

এতে করে প্রান্তিক চাষীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। এ বছর আলু উৎপাদনের খরচ কয়েকগুণ বেড়েছে।

মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে উপাদান করতে গিয়ে মূল্য আগের তুলনায় অনেক বেশি পড়েছে।

এমনিতেই তারা লোকসানের মুখে পড়েছে। তার ওপর হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা না হলে আরও বড় আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

পরে জেলা কৃষক দলের পক্ষ থেকে জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি প্রদান করা হয় ।

Share Now

এই বিভাগের আরও খবর