ডিআইইউকে প্রনয় মুক্ত ক্যাম্পাস করার লক্ষে লিফলেট বিতরণ: ডিআইইউ মুসলিম কমিউনিটি

আপডেট: February 10, 2025 |
inbound6353416904415497651
print news

ডিআইইউ প্রতিবেদক: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে( ডিআইইউ) প্রনয় মুক্ত ক্যাম্পাস করার লক্ষে লিফলেট ও সচেতন মূলক ক্যাম্পেইন করছে ডিআইইউ মুসলিম কমিউনিটি।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরোনো বিল্ডিংয়ের ক্যানটিনে শিক্ষার্থীদের মধ্যে ১৪ ফেব্রুয়ারি তথ্য বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে সচেতন মূলক ক্যাম্পেইন চালান ডিআইইউ মুসলিম কমিউনিটির সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

তারা বলেন ইসলাম সমর্থন করে না, এমন কোনো কার্যক্রমে যেনো শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত না হয়। প্রতি বছর প্রায় ৪৫ জনের অধিক শিক্ষার্থী মৃত্যুবরণ করেন, শুধুমাত্র প্রনয় ঘটিত বিষয়ে জড়িয়ে।

তাই আমরা এখন থেকেই আমাদের ভাই বোনদের সচেতন করছি এবং সামনে আরো বিভিন্ন ইসলামিক কার্যক্রম নিয়ে আসব।

চতুর্দিকে ভালোবাসার আকাল দেখে হতাশ হবে না। যদি পবিত্র থাকো এবং জীবনসঙ্গীর জন্য অপেক্ষা মৌলিক হয়, তাহলে আল্লাহ নিশ্চিত ভালো একজন মানুষের সাথে জুড়ি বেঁধে দিবেন।

তরুণ তরুণীদের মধ্যে মানসিক সমস্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। আমাদের সমাজ এক মহা সঙ্কটের মধ্যে পড়েছে এজন্য সকলকে ইসলামি ও শরিয়া মোতাবেক চলাফেরা করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর