গণতন্ত্র উৎসব উপলক্ষে জয়পুরহাটে নাগরিক প্লাটফর্ম এর সংবাদ সম্মেলন

আপডেট: February 11, 2025 |
inbound1058757498384749599
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ গণতন্ত্র উৎসব ২০২৫ ( যুব ক্যাম্পেিন) উপলক্ষে জয়পুরহাটে নাগরিক প্লাটফর্ম এর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আগামীকাল ১২ ফেব্রুয়ারী গণতন্ত্র উৎসব পালনের লক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ টায় নাগরিক প্লাটফর্ম জয়পুরহাট এর আয়োজনে এবং ডেমোক্রেসিওয়াচ এর বাস্তবায়নে জয়পুরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আস্থা’র ক্লাস্টার কো- অর্ডিনেটর মহিউদ্দিন মইন, নওগাঁর জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ, মনিটরিং কো অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, নাগরিক প্লাটফর্ম এর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,  চাপাইনবয়াবগঞ্জ জেলা সমন্বয়কারী রেজাউল করিম প্রমুখ।

গণতন্ত্র উৎসব উপলক্ষে আগামীকাল বুধবার জয়পুরহাট সার্কিট হাউস মাঠে র‍্যালী ও উদ্বোধন অনুষ্ঠান সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।  দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন সংস্থা ও যুবদের স্টল,গান, কুইজ, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত আলোচনা  ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গণতন্ত্র প্রাতিষ্ঠিকরণে যুব অংশগ্রহণ এবং করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর