বগুড়ায় প্রতারণার অভিযোগে ভূয়া সেনা সদস্য গ্রেফতার

আপডেট: February 11, 2025 |
inbound2498736875345418043
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধনুট উপজেলায় প্রতারণার অভিযোগ করা মামলায় আব্দুস সামাদ (২০) নামের এক ভূয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে ধনুট থানা পুলিশ।

১১ ফেব্রুয়ারি(মঙ্গলবার) দুপুরের পর ধনুট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানোর হয়েছে।

গ্রেফতারকৃত সেনা সদস্য আব্দুস সামাদ রাজশাহী গোদাগাড়ী উপজেলার পাহাড়পুর নামাজ গ্রামের হাসেম আলী’র ছেলে।

এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি)রাতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে বগুড়ার মোকামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, বগুড়ার ধনুট সদরপাড়ার মনিন্দ্রনাথ সরকারের ছেলে প্রদেশ কুমারের ধনুট শহরের সোনামুখী সড়কের মুসলিম খান কমপ্লেক্সে প্রদেশ টেলিকম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

গত ৩ জানুয়ারি মোবাইল ফোনে আব্দুস সামাদ নিজেকে নুরুজ্জামান নাম বলে পরিচয় দেয় এবং বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্টের সেনা সদস্য পদে কর্মরত আছে বলে জানান।

এর পর প্রদেশের কাছে একটি পুরাতন মোবাইল বিক্রির প্রস্তাব দেয় আব্দুস সামাদ।

এর একপর্যায়ে ৪ জানুয়ারি সন্ধ্যায় আব্দুস সামাদ ধনুট শহরে প্রদেশের দোকানে উপস্থিত হয়ে প্রদেশের কাছে ৪৫ হাজার টাকায় পুরাতন ফোনটি বিক্রি করে।

পরবর্তীতে বগুড়ার গাবতলী থানার জিডিমূলে ছিনতাইকৃত ফোন হিসাবে ব্যবসায়ী প্রদেশের কাছ থেকে ৮ ফেব্রুয়ারি পুলিশ ফেনটি উদ্ধার করে নিয়ে যায়।

মূলত আব্দুস সামাদের ওই ফোনটি ছিল ছিনতাইকৃত।এ ঘটনায় প্রদেশ কুমার বাদি হয়ে আব্দুস সামাদের বিরুদ্ধে ধনুট থানায় একটি মামলা দায়ের করে।

থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই মামলায় আব্দুস সামাদকে গ্রেফতার করে।

ধনুট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদদুর আলম এর নিকট বিষয়টি জানতে চাইতে তিনি জানান, প্রতারনা মামলায় আব্দুস সামাদকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর হয়েছে।

তবে সে আরো কোনো অপরাধের সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর