ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের প্রতিবাদ মিছিল

আপডেট: February 21, 2025 |
inbound8877715381947561662
print news

সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ মিছিল করেছে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল।

মিছিল শেষে সমাবেশে ছাত্রনেতারা শিবিরকে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী)  রাত সাড়ে নয়টার দিকে ছাত্রদল কলেজ ক্যাম্পাসের সামনে থেকে মিছিল শুরু করে।

মিছিলটি ক্যাম্পাসের সামনে থেকে শুরু করে, লক্ষীবাজার ঘুরে আবার কলেজে এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত আকারে কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোহরাওয়ার্দী কলেজ শাখার নেতারা।

ছাত্রদলের বিক্ষোভ মিছিলে নিরাপদ ক্যাম্পাসক্যাম্পাসের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান ব্যাবহার করা হয়।

প্রতিবাদ মিছিল শেষে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন বলেন, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কিন্তু বাংলাদেশের একটি গুপ্ত সংগঠন সে পরিবেশের বাধা সৃষ্টি করেছে। আমরা জানি সিলেটের এমসি কলেজ, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি গুপ্ত সংগঠন এবং ছাত্রলীগের মতো একটি মাফিয়া সংগঠন ক্যাম্পাসে নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করতে চায়।

আপনারা দেখেছেন সেই গুপ্ত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপরে সকল দায়ী চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদের জন্য নিরাপদ ক্যাম্পাস চায়। যেখানে ছাত্ররা সকল মৌলিক অধিকার চর্চা করতে পারবে। এমন ক্যাম্পাস তৈরি করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল অঙ্গীকারবদ্ধ ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোন সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মানুষের অধিকার এবং ছাত্রদের অধিকার নিয়ে কাজ করে থাকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে।

কিন্তু যারা ক্যাম্পাসের পরিবেশ বিনষ্ট করতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের দাঁতভাঙ্গা জবাব দিবে এবং গুপ্ত সংগঠনের প্রত্যেকটি কর্মীকে খুঁজে খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করবে।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে ৫ই আগস্টের পরে বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে তাতে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।

গতকাল রাত্রে সিলেট এমসি কলেজে আমাদের এক শিক্ষার্থীর উপরে সিলেটের কিছু গুপ্তবাহিনী তারা হামলা করেছে। তার এই প্রতিবাদে আমরা আজকে এই শহীদ সোহরাওয়ার্দী কলেজে তাৎক্ষণিক মিছিল করেছি।

সন্ত্রাসীরা ফেসবুক পোস্ট এর কমেন্টের জেরে এই বাহিনীর সন্ত্রাসীরা ধরে ধরে তাদের পায়ের রগ কেটে নিতে চাচ্ছে ।আমরা শিক্ষার্থীরা বাংলাদেশের কোন রগ কাটার রাজনীতি হতে দেবো না ।

সারা বাংলাদেশ এ যদি পরবর্তী রগ কাটার রাজনীতি শুরু হয় তাহলে এটার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।আমরা ক্যাম্পাসে কোন গুপ্ত রাজনীতি চাই না।

আপনারা রাজনীতি করবেন সেটা প্রকাশ্যে এসে করুন। সবার সামনে আপনাদের পরিচয় তুলে ধরুন আমরা আপনাদের স্বাগত জানাবো ।

আমরা ক্যাম্পাসে সুস্থ রাজনীতি চাই। সকল সংগঠনকে বলতে চাই, আপনারা ওপেন রাজনীতি করুন। রাজনীতি শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের নিয়ে কাজ করুন,আপনাদেরকে কেউ বাধা দিবে না।

কিন্তু আপনারা যদি পুরনো ধারায় রাজনীতি করতে চান তাহলে আমরা কিন্তু বসে থাকবো না।

Share Now

এই বিভাগের আরও খবর