পরাজয়ের বৃত্ত থেকে বের হল চেলসি

আপডেট: February 26, 2025 |
boishakhinews 55
print news

 

সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হেরেছিল চেলসি। তবে মঙ্গলবার রাতে সেই পরাজয়ের বৃত্ত থেকে বের হয়েছে লন্ডনের ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পয়েন্ট তালিকায় সাত নম্বর থেকে এক লাফে চতুর্থ স্থানে উঠে এসেছে এনজো মারেসকার শিষ্যরা।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে চেলসি। ম্যাচের ২৪ মিনিটে এনকুকুর কল্যাণে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো নেটো। ঠিক তার ৮ মিনিট পর এই পর্তুগিজ উইঙ্গারের ফ্রি-কিক থেকে লেভি কলউইল হেডে গোল করে চেলসিকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। বিরতির পর ৭৮ মিনিটে সাউদাম্পটনের জালে শেষ পেরাকটি ঠুকেন স্প্যানিশ লেফটব্যাক কুকুরেলা।

লিগে ২৭ ম্যাচ শেষে টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে চেলসি। ব্লুজদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৪। অন্যদিকে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আর্সেনাল।

 

৯ ফেব্রুয়ারি এফএ কাপের ম্যাচে ব্র্যাইটনের বিপক্ষের ২-১ ব্যবধানে হেরে চেলসির হারের যাত্রা শুরু হয়েছিল। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে একই প্রতিপক্ষের বিপক্ষে ৩-০ ব্যবধানে উড়ে যায় ব্লুজরা। সবশেষ ২২ ফেব্রুয়ারি অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় তারা। টানা হারে বেশ বিপর্যস্ত ছিল দলটি। অবশেষে সাউদাম্পটনকে হারিয়ে পুনরায় কক্ষপথে ফিরল চেলসি।

Share Now

এই বিভাগের আরও খবর