গুরু পাপে লঘু দণ্ড পেলেন লিওনেল মেসি

আপডেট: February 26, 2025 |
boishakhinews 54
print news

লিওনেল মেসিকে ইদানীং প্রায়ই মাঠে মাথা গরম করতে দেখা যাচ্ছে। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৫) নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচটিতে মেজাজ হারিয়ে প্রতিপক্ষ কোচের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান এই আর্জেন্টাইন তারকা। এই ঘটনার আগে রেফারির সঙ্গেও একবার কথা কাটাকাটি করেন তিনি। অবশ্য এসবের পরও ‘গুরু পাপে লঘু দণ্ড’ হয়েছে মেসির। জরিমানা গুণেই এবারের মতো ছাড় পাচ্ছেন ইন্টার মিয়ামির এই ফুটবলার।

রবিবার সিটি-মিয়ামি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ম্যাচের শেষ মুহূর্তে রেফারি অ্যালেক্সিস ডি সিলভার সঙ্গে তর্ক করায় মেসিকে হলুদ কার্ড দেখানো হয়। শেষ বাঁশি বাজার পর তিনি মাঠ ছেড়ে যাচ্ছিলেন। এসময় নিউইয়র্ক সিটির সহকারী কোচ মেহদি বালুচির সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। মেসি এক পর্যায়ে চলে গিয়েও ফিরে আসেন এবং বালুচির ঘাড়ে ধরে চাপ দেন।

এই ঘটনায় বালুচি বাকরুদ্ধ হয়ে যান। মারমুখী হয়ে দুইবার বালুচির ঘাড়ে হাত রাখেন মেসি। এই ঘটনায় মেসির শাস্তি হয়েছে। এমএলএস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “প্রতিপক্ষে মুখ, মাথা কিংবা ঘাড়ে হাত রাখায় টুর্নামেন্টের নীতির লংঘন হয়েছে।” একই ম্যাচে পৃথক ঘটনায় প্রতিপক্ষ ডিফেন্ডার বার্ক রিসার ঘাড়ে হাত রাখায় মেসির সতীর্থ লুইস সুয়ারেসকেও জরিমানা করা হয়েছে।

 

এদিকে শাস্তি পাওয়া মেসি ও সুয়ারেজ আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে গোল করে দলকে জিতিয়েছেন। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কানসাস সিটির বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে মেসির মায়ামি। দুই লেগ মিলিয়ে মিলিয়ে ৪-১ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে মিয়ামি।

ম্যাচের ম্যাচের ১৯ মিনিটে মিয়ামিকে এগিয়ে দেন মেসি। মিয়ামির বাকি গোল দুটোও আসে বিরতির আগে। যোগ করা সময়ের প্রথম মিনিটে তাদেও আলেন্দে এবং তৃতীয় মিনিটে লুইস সুয়ারেজ গোল করে প্রতিপক্ষকে একধরনের ম্যাচ থেকে ছিটকে দেন। মেমো রদ্রিগেজ ৬৩ মিনিটে একটি গোল শোধ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর