বগুড়ায় ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ( টিসিবি) এর মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রির কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে।
০৫ মার্চ (বুধবার) সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলা শহরের শহীদ খোকার পার্কের সামনে টিসিবি’র পণ্য ভ্রামসনান ট্রাকে করে বিক্রির কার্যক্রম উদ্ধোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
টিসিবি বগুড়া আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মেজবাউল করিম,টিসিবি’র বগুড়া জেলা সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স রহমান ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী আবু জাফরসহ প্রমূখ।
টিসিবি বগুড়া অঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান সাদ্দাম হোসেন জানান,বুধবার বগুড়া পৌরসভা এলাকায় ৫টি স্হানে এসব টিসিবির পণ্য ভ্রাম্যনাণ ট্রাকের মাধ্যমে বিক্রয় করা হচ্ছে।
প্রতিটি ট্রাক থেকে চার শতাধিক উপকারভোগীরা ন্যায্য মূল্যে পণ্য ক্রায় করতে পারবেন।শহরের ২৫টি স্হানে এই
কার্যক্রম ৫ মার্চ থেকে শুরু করে ২৮ মার্চ পর্যন্ত চলবে।
প্রতিটি উপকারভোগীর মাঝে বাজারের চেয়ে অর্ধেক মূল্যে ২ লিটার সয়াবিন তেল,মসুরের ডাল ২ কেজি, ছোলাবুট এক কেজি ও চিনি এক কেজি বিক্রি করা হচ্ছে। যার প্যাকেজ মূল্য ৪৫০ টাকা।
বুধবার বগুড়া শহরের শহীদ খোকন পার্ক, ঠনঠনিয়া তাজমা সিরামিকের সামনে,মাটিডালি উপজেলা চত্বরের সামনে, বউ বাজার শারমিন ক্লিনিকের সামনে ও গোদারপড়া বাজারের সামনে দিনব্যাপি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়।