বগুড়ায় নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি পালন


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশনের অধিনে পরিচালিত হওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বগুড়া মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের করিম,অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ,আছিয়া খাতুন, উপজেলা কর্মকর্তাসহ বগুড়ার বিভিন্ন নির্বাচনি কর্মকর্তারা।
মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তার বলেন,”জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সরিয়ে নতুন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আমরা মানববন্ধন কর্মসূচিপালন করেছি।
দাবি না মানা হলে আমরা কেন্দ্র ঘোষিত পরবর্তা কর্মসুচিতে অংশ নেব।