শিক্ষার্থী সাদিক মাহমুদ এর পাশে জয়পুরহাট জেলা প্রশাসক

আপডেট: March 17, 2025 |
inbound1301061058939929532
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া  মেধাবী শিক্ষার্থী মোঃ সাদিক মাহমুদ এর পাশে দাঁড়িয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

আজ সোমবার (১৭ই মার্চ) দুপুরে সাদিক মাহমুদ এর হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক।

সাদিক মাহমুদ এর বই কেনা ও সেসন ফি বাবদ জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। আর্থিক সহায়তা হাতে পেয়ে অনেক খুশি সাদিক মাহমুদ ।

সাদিক মাহমুদ  বলেন, আমি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৪৪৭ তম স্থান অর্জন করি। টাকার অভাবে বই কেনা ও সেসন ফি দিতে পারছিলা না। এমন অবস্থায়  জেলা প্রশাসন আমাকে  আর্থিকভাবে সহায়তা করেছে। এতে আমি অনেক খুশি।

উল্লেখ্য সাদিক মাহমুদ এর বাবা একজন ভূমিহীন কৃষক। তারা তিন ভাইবোন যার মধ্যে বড় বোন দৃষ্টি প্রতিবন্ধী। তার গ্রামের বাড়ি  পাঁচুরচক নয়া পাড়া।

বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে তার বই কেনা ও সেসন ফির জন্য জেলা প্রশাসন, জয়পুরহাট এর পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর