ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ডিআইইউ শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট: March 21, 2025 |
inbound1674442334107033131
print news

মোঃ আল শাহারিয়া সুইট, ডিআইইউ প্রতিনিধি: ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়টির নতুন ভবনের সামনে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে মিছিলটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সামনের সড়ক প্রদক্ষিণ করে আবারও ডিআইইউ নতুন ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা ‘ইসরাইল ও ভারতীয় পণ্য বর্জন করুন, ঈমানী দায়িত্ব পালন করুন’; ‘হিউম্যান রাইটস ফর ফিলিস্তিন’; ‘স্টপ জেনোসাইড, স্টপ ফান্ডিং জেনোসাইড’ ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, ফিলিস্তিন উইল বি ফ্রি’সহ বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠক মুহতাসিম ফুয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিআইইউ’র আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব মো. আফিকুজ্জামান কাব্য, ইসলামী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ফোরামের সাধারণ সম্পাদক শামীম মাতুব্বর, আবু সাঈদ প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর