জয়পুরহাটে ”দূর্বার তারুণ্য” বইয়ের মোড়ক উন্মোচন করলেন জেলা প্রশাসক  

আপডেট: March 22, 2025 |
inbound6274670404641128046
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় উদযাপিত তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রণীত ”দূর্বার তারুণ্য”  বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার দুপুরে আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

”দূর্বার তারুণ্য” বইয়ের মোড়ক উন্মোচন  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা, অফিসার ইনচার্জ মাসুদ রানা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইমরান হোসেন প্রমুখ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ।

তাদের মাঝে রয়েছে আগামী দিনের সমাজ পরিবর্তনের ক্ষমতা এবং স্বপ্ন দেখার সাহস।তরুণকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ প্রদান এবং তাদের শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলেই আমরা সুন্দর, সমৃদ্ধ ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে পারব।

Share Now

এই বিভাগের আরও খবর