ঈদ উপলক্ষে ৫ দিনের জন্য বন্ধ থাকবে শহীদ মুখতার ইলাহী হল

আপডেট: March 28, 2025 |
inbound8289849789554332107
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হল পবিত্র জুমাতুল-বিদা, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে পাঁচদিনের জন্য বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আদেশক্রমে এবং প্রভোস্ট বডির সিদ্ধান্ত অনুযায়ী, আজ ২৮ মার্চ ২০২৫ (শুক্রবার) সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ৩০ মার্চ ২০২৫ থেকে ৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত হল সম্পূর্ণ বন্ধ থাকবে। এরপর ৪ এপ্রিল ২০২৫ (শুক্রবার) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা পুনরায় হলে ফিরতে পারবেন।

শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এ নির্দেশনায় আবাসিক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে হল ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘ ছুটিতে হল বন্ধ থাকায় অনেকেই নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। তবে যারা বাইরে যেতে পারবেন না, তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কিছু শিক্ষার্থী।

Share Now

এই বিভাগের আরও খবর