গাজীপুরের চলন্ত ট্রেনে আগুন

আপডেট: April 3, 2025 |
inbound1556122959963160626
print news

গাজীপুরের শ্রীপুরের সাত খামাইর রেল স্টেশনের কাছে সকালে জামালপুরগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ট্রেনটি চলন্ত অবস্থায় আগুন লাগলে সাতখামার স্টেশনের কাছে ট্রেনটি থামানো হয়।

ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

এতে কেউ হতাহত হয়নি। তবে, এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের।

তিনি আরো জানান, আজ সকালে ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটেআজ সকাল সাড়ে নয়টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকা-ময়মনসিংহ রেল রুট দিয়ে শ্রীপুর রেল স্টেশন অতিক্রমের পরপর সাত খামাইর স্টেশনের কাছে গেলে ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে।

সাতখাইর স্টেশনটি বন্ধ থাকায় সেখানে তাৎক্ষণিক যোগাযোগের কোন ব্যবস্থা নেই। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহমেদ জানান, আগুন লাগার পর পর ট্রেনটি সাতখামাইর স্ট্রেশনের কাছে থামিয়ে দেয়া হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। পাওয়ার কারে কোন মানুষ থাকে না। আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি। তাই এ ঘটনায় কোন হতাহত হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর