ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট: April 8, 2025 |
inbound7304152014658883943
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির ডাকে বগুড়ায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বগুড়ায় শহর জামায়াত ।

৭ এপ্রিল (সোমবার) দুপুরে বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।

মিছিলের পূর্বে সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি মোঃ আজগর আলী, শহর জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ আব্দুল হামিদ বেগ, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন,ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র, তাদের ওপর সন্ত্রাসী বর্বর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাই।জাতিসংঘের প্রতি আমরা আহবান জানাবো ইসরাইলি হামলা বন্ধ করেন।

আপনারা সারা বিশ্বে মানবতার শান্তি বুলি উড়ান ফিলিস্তিনে হাজার হাজার শিশু হত্যা চালাচ্ছে এখন আপনাদের মানবতা কোথায়?

বক্তারা আরও বলেন,মুসলিম বিশ্বকে জেগে উঠতে হবে।ফিলিস্তিনের প্রতিটি হত্যার প্রতিশোধ নিতে হবে।আমার ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না।

আমরা বাংলার জমিন থেকে বলতে চাই আল-আকসা আমাদের। ফিলিস্তিনকে তার সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে।

সেই সাথে দেশবাসীকে ইসরাইলি সকল পণ্য বরকটের আহবান জানান বক্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর