ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ


আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলের নির্মম ও বর্বর হামলার প্রতিবাদে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় (বাদ আছর) কুষ্টিয়া মজমপুর গেট থেকে বড়বাজার পর্যন্ত , খোকসা মডেল মসজিদের সামনে থেকে জামায়াতে ইসলামী খোকসার ব্যানারে এ মিছিল শুরু হয়।
মিছিলটি খোকসা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোকসা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন খোকসা উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, শোমসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ,ও খোকসা উপজেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান কাজল এবং ইসলামী আন্দোলন খোকসার সভাপতি আলহাজ্ব আনোয়ার খান এবং খোকসা হাসপাতাল মজজিদের ইমাম মো: খলিলুর রহমান ।
সঞ্চালনা করেন বিলজানি মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ।
বিক্ষোভে জামায়াতে ইসলামী ছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ, তাবলিগ জামায়াত, খোকসার বিভিন্ন ইসলামি সংগঠন ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।
পাশাপাশি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইসরায়েলের পণ্য বর্জনেরও ডাক দেন তারা