এসএসসি ও দাখিল সমমাননায় পরীক্ষার প্রথম দিনে বগুড়ায় অনুপস্থিতি ৪৫৭ জন

আপডেট: April 10, 2025 |
inbound5517985890755300782
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় এসএসসি,দাখিল পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৫৭ জন পরীক্ষার্থী।এদের মধ্যে এসএসসি(সাধারণ) ২৩৬ জন,দাখিলে ১৬১ জনএবং এসএসসি(ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল) ৬০ জন।

১০এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

বগুড়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আরাফাত হোসেন বিকালে এসব তথ্য নিশিত নিশিত করেছেন।

জেলা প্রশাসনের এই কর্মকর্তা জানান,প্রথমদিনে বগুড়া জেলায় ৭৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জেলায় ৪৫৭জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া প্রথম দিনের পরীক্ষায় কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

এবছর বগুড়ায় ৭৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪৩ হাজার ৫৮৯ জন।এর মধ্যে এসএসসিতে ৩৩ হাজার ২৬৫ জন,দাখিলে ৭ হাজার ২৩০ জন এবং ভোকেশনাল পরীক্ষায় ৩ হাজার ৯৪ জন পরীক্ষার্থী।

গত বছর ৮০টি কেন্দ্রে ৪৫ হাজার ৪৬৮জন পরীক্ষায় অংশ নিয়েছিল।গত বছরের তুলনায় এবার এক হাজার ৮৭৯জন পরীক্ষার্থী কমেছে।

নিরাপদ ও নকল মুক্ত পরিবেশ পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্হা। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের কোচিং সেন্টার।

পরীক্ষা চলাকালে কেন্দ্রসংলগ্ন এলাকায় ফটোকপি মেশিনও বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রশাসন।পরীক্ষার্থীদের অবশ্যই ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে।

inbound4285293009577067672

গুজব,প্রশ্নফাঁস বা অসদুপায় অবলম্বন করলে কঠোর শাস্তির কথা বলা হয়েছে শিক্ষা বোর্ডগুলোর জারি করা নির্দেশনায়।প্রয়োজনে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-২০৮০ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬ এবং ২০২৫ সালের পরীক্ষা নীতিমালার আওতায় ব্যবস্হা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

জেলা,শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্ত্ততি নেওয়া হয়েছে।

ভিজিলেন্স টিম গঠন করে সার্বিক মনিটরিং করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর