বগুড়ায় দশ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: April 11, 2025 |
inbound7629390593858924879
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গোয়েন্দা বিভাগ(ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে দশ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে মাদক পরিবহন একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

১০ এপ্রিল দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদ ভিত্তিতে বগুড়া সদর থানার মাটিডালি বিমান মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন- নাটোর জেলা সদর উপজেলার রচক শ্রীমান্তপুর এলাকার মোঃ সোহেল খাঁ(৪৪) এবং একই উপজেলার বড়গাছা এলাকার মোঃ শাহজাহান আলী (৫৪)।

এসব তথ্য নিশিত করেছে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জুর সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্হানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০(দশ) কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়, যা গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।

তিনি আরও জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু অন্তে তাদেরকে বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর