বেরোবিতে কর্মকর্তাদের জন্য ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: April 13, 2025 |
inbound4933567371540814321
print news

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে কর্মরত কর্মকর্তাদের জন্য ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘অফিস ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৩ এপ্রিল, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভ‍‍‍ূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মকর্তাদের মাঝে যে পরিবর্তন আসবে, তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়েরও ইতিবাচক পরিবর্তন আসবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। তিনি বলেন, এই ধরনের কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান ও ধারণা কর্মকর্তাদের পেশাগত দক্ষতাকে আরও শাণিত করবে।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা হিসেব অংশ নেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

এ সময় আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর