ফ্রেমে বাঁধা গল্প

আপডেট: April 18, 2025 |
inbound1536259273105036122
print news

ডিআইইউ প্রতিবেদক: সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে, চারপাশে ছায়া আর আলো মিলে তৈরি করছে এক অপার্থিব পরিবেশ।

বিশ্ববিদ্যালয়ে মূল সড়কের কোণে আটজন বন্ধু ইমন, প্রতিক, আকাশ, সাকিব, নাভিদ, সাব্বির,তাসিব, সুইট আর সাদ আড্ডায় মেতে উঠেছে।

তাদের বাসা বিভিন্ন জেলার শহরে গ্রামে মিলেমিশে কিন্তু তাঁরা সবাই একসাথেই মিশে থাকে একে-অপরের মধ্যে।

আজকে বিকেলে তাঁরা আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, বৃষ্টিস্নাত দিনটা সব জায়গায় ভেজা বসার তেমন শুকনো জায়গা নেই। দাড়ি দাঁড়িয়েই আড্ডা দিচ্ছিলো।

তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির দিন থেকেই। ক্লাসরুম, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যানটিনে বসা সব কিছুতেই তারা একসাথে।

ওদের অবশ্য আরো বন্ধুবান্ধব আছে কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ে আসেনি কারন বৃষ্টিস্নাত ছিলো দিনটা। সাথে আরো দুজন বান্ধবীও ছিলো পাশের ফোসকার দোকানে ইতি আর বর্না।

বন্ধুদের মধ্যে কেউ কেউ বলে তোরা ২ জন ছেলে হলে তো পারতিস, আমাদের ব্যাচেকে পুরো নারীশূন্য ক্লাস ঘোষণা করতাম।

গল্পে আড্ডায় বিকেল শেষে সূর্য ডুবে আসলেও কমেনি তাদের হাসি আর আড্ডা। সময়টা হয়তো জীবনের অমলিন রং যা ফ্রেমে বন্দী হয়ে থাকলো।

Share Now

এই বিভাগের আরও খবর