নড়াইলে সাংবাদিক আজিজুর বিশ্বাসকে প্রাণনাশের হুমকি

আপডেট: May 8, 2025 |
inbound5396787788760119113
print news

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় রাসেল শেখ (৩৩) নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

অভিযুক্ত ওই ব্যক্তি সাতক্ষীরা জেলায় পল্লী বিদ্যুৎ অফিসে নিয়মিত সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত বলে জানা গেছে।

বুধবার (৭ মে) রাতে লোহাগড়া থানায় ভুক্তভোগী সাংবাদিক আজিজুর বিশ্বাস নিজেই জিডি করেন। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক আজিজুর বিশ্বাস (৩৫) উপজেলার রামেস্বারপুর গ্রামের মৃত আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে। তিনি দৈনিক ঘোষণা ও দৈনিক প্রবাহ পত্রিকার লোহাগড়া প্রতিনিধি হিসেবে কর্মরত।

জিডিতে বলা হয়, গত ৫ মে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপাশা মোল্যার মাঠের সামনে নড়াইল জেলা ট্রাফিক পুলিশের অভিযান পরিচালনা হচ্ছিল।

এসময় তিনি সংবাদ সংগ্রহ করতে যান। পথিমধ্যে নড়াইল জেলা ট্রাফিক পরিদর্শক (লোহাগড়া জোন) ফারুক আল-মামুন ভুঁইয়ার সাথে মোটরসাইকেল চালক সদর উপজেলার মৃত হাসান শেখের ছেলে রাসেল শেখ ওরফে ডিটানের (৩৩) কাগজপত্রবিহীন গাড়ি পুলিশ আটক করার কারণে পুলিশের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

তখন সাংবাদিক আজিজুর বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকরা ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন।

এ বিষয়ে বিবাদী তার ওপর ক্ষিপ্ত হয়ে বুধবার (৭ মে) একটি নাম্বার থেকে সাংবাদিক আজিজুরকে ফোন দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি প্রদান করে।

ভুক্তভোগী আজিজুর বিশ্বাস বলেন, সত্য প্রকাশ করায় আমাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে রাসেল শেখ ওরফে ডিটান নামের এক ব্যক্তি। আমি প্রশাসনের কাছে এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ অভিযোগের ব্যাপারে অভিযুক্ত রাসেল শেখ ওরফে ডিটানকে মুঠোফোনে কল দিয়ে হুমকি ও মারধরের বিষয়টি জানতে চাইলে তিনি এ ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে আবারও যোগাযোগের চেষ্টা করে হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share Now

এই বিভাগের আরও খবর