আজ চিত্রনায়ক নাঈমের জন্মদিন

আপডেট: May 8, 2025 |
boishakhinews 28
print news

নব্বই দশকের বাণিজ্যিক সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক নাঈমের আজ জন্মদিন। ১৯৯১ সালের ৪ অক্টোবর তার প্রথম অভিনীত সিনেমা ‘চাঁদনী’ মুক্তি পায়। ‘চাঁদনী’ সিনেমা সে সময়ই ১৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। এটি ৫০ লাখ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল। অথচ শুরুতে প্রেক্ষাগৃহমালিকেরা প্রদর্শন করতেও চাননি।

পরিচালক এহতেশামের হাত ধরে সিনে জগতে আসেন নাঈম। ও সিনেমায় জুটি বেঁধেছিলেন শাবনাজের সঙ্গে। পরে তাকেই করেছেন জীবনসঙ্গী। নাঈম-শাবনাজ জুটি চাঁদনী সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই সিনেমার গানগুলো সুপারহিট হয়। এরপরে এই জুটির একের পর এক সিনেমা মুক্তি পেতে থাকে।

নাঈমের মূল নাম খাজা নাঈম উদ্দিন মুরাদ। তার জন্ম ৮ মে, ১৯৭০। জানা গেছে, নাঈমকে পরিচালক এহতেশাম একটি বিয়ের অনুষ্ঠানে দেখেন। দেখে ভালো লাগে এরপর নিজেই ডেকে কথা বলেন তিনি। প্রথম সাক্ষাতেই সিনেমায় কাজ করার অফার দেন এহতেশাম। নব্বই দশকের শুরুর দিকে নাঈমের তরুণ প্রজন্মের কাছে নাঈম ছিলেন অন্যতম স্বপ্নের নায়ক। নাঈম-শাবনাজ জুটি প্রেম থেকে বিয়ে করে ১৯৯৪ সালের ৫ অক্টোবর। এই দম্পতির দুই মেয়ে। মেয়েদের মধ্যে একজন গানের সাথে যুক্ত। নাঈম এমন একজন নায়ক যে ২০টিরও কম সিনেমাতে অভিনয় করে দেশের সিনেমার ইতিহাসে অপরিহার্য অংশ উঠেছেন।

নাঈম অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে, চাঁদনী, দিল, অনুতপ্ত, জিদ, সাক্ষাত, টাকার অহংকার, চোখে চোখে, ঘরে ঘরে যুদ্ধ, সোনিয়া, লড়াই, লাভ, ফুল আর কাঁটা, আগুন জ্বলে, বিষের বাঁশি, সুখের আশায়, মেয়েরাও মাস্তান।

তবে এই নায়কের সবচেয়ে জনপ্রিয় সিনেমা ‘চাঁদনী।’ রোমান্টিক ও ফ্যামিলি ড্রামাতে দর্শকের মন জয় করে নিয়েছিলেন। এ জুটির সিনেমার সংখ্যা ১৩টি। এর মধ্যে বেশিরভাগ ছবিই সুপারহিট ছিল।

‘ও আমার জান তোর বাঁশি যেন জাদু জানে রে’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘তুমি এসেছিলে পরশু’, ‘বড় মিষ্টি লাগে’ সহ অসংখ্য জনপ্রিয় গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন নাঈম-শাবনাজ জুটি।

Share Now

এই বিভাগের আরও খবর