শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেড নয়: হাসনাত

আপডেট: May 10, 2025 |
inbound409427044251832378
print news

আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শনিবার (১০ মে) রাজধানীর শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির পক্ষ থেকে দেশের প্রতিটি জেলা ও উপজেলাতেও স্বতঃস্ফূর্তভাবে একই দাবিতে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

তবে রাজধানীর অন্য গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ না করতে নির্দেশনা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৯ মে) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “শুধু শাহবাগে অবস্থান হবে। ঢাকা বা অন্যান্য জেলাগুলোর হাইওয়েতে কোনো ধরনের ব্লকেড নয়। কর্মসূচি শান্তিপূর্ণ ও সংগঠিত হোক।”

এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাতে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে এনসিপির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান নেন।

শুক্রবার সকালে সেখান থেকেই শাহবাগে গণজমায়েতের ঘোষণা দেন হাসনাত, যা বিকেলে পরিবর্তিত হয়ে সরাসরি শাহবাগ ব্লকেডে রূপ নেয়।

বিকেল ৪টা ৪০ মিনিটে হাজারো মানুষ মিছিল নিয়ে শাহবাগে এসে মূল সড়কে অবস্থান নেয়, স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শাহবাগের অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই ঘোষণাপত্রের দাবিতে সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকবে, এটাই প্রত্যাশা। দ্রুত সিদ্ধান্ত না এলে দেশজুড়ে আবারও ঢাকামুখী গণমার্চ হবে।”

Share Now

এই বিভাগের আরও খবর