গ্র্যান্ড ফিনালের চ্যাম্পিয়নের মুকুট পেলেন শাকিব ও মিষ্টি

আপডেট: May 10, 2025 |
boishakhinews 38
print news

‘দীপ্ত স্টার হান্ট’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত ১০টায় দীপ্ত টিভিতে। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছেন কিশোরগঞ্জের মেয়ে মিষ্টি ঘোষ এবং বরিশালের ছেলে শাকিব হোসেন।

দীপ্ত স্টার হান্ট’-এর এবারের এই আয়োজনে প্রথম রানার্সআপ হয়েছেন যশোরের ফারিহা রহমান ও বরিশালের শফিউল রাজ। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন সিলেটের সানজিদা চৌধুরী ও বরিশালের হাফিজ রহমান।

বিজয়ী শাকিব হোসেন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি গণমাধ্যমকে বলেন, ‘‘ছোটবেলা থেকে স্টেজে পারফর্ম করেছি, তাই নার্ভাস হইনি। ক্যামেরার পেছনের কাজের অভিজ্ঞতা আমাকে এগিয়ে নিয়েছে।’’

আরেক বিজয়ী মিষ্টি ঘোষ স্নাতকোত্তর শেষ করে ঢাকার একটি ফ্যাশন হাউসে ডিজিটাল বিপণন বিভাগে কাজ করছেন।

তিনি বলেন, ‘‘যখন আমার নাম ঘোষণা হলো, তখন সত্যিই বিশ্বাস করতে পারিনি—আমি চ্যাম্পিয়ন!’’

গ্র্যান্ড ফিনালের বিচারকের আসনে ছিলেন তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলা।

দুই বছরের বিশেষ চুক্তির মাধ্যমে বিজয়ীরা কাজের সুযোগ পাবেন

জানা গেছে, ‘দীপ্ত স্টার হান্ট’ প্রতিযোগিতার শুরুতে অংশ নেন তিন হাজারের বেশি প্রতিযোগী। ধাপে ধাপে বাছাইপর্ব পেরিয়ে বিচারকমণ্ডলীদের রায়ে সেরা দশে জায়গা করে নেন—শফিউল রাজ, হাফিজ রহমান, শাকিব হোসেন, শিমুল বিশ্বাস, এম এস এইচ লাবন, সানজিদা চৌধুরী, নূপুর আহসান, মিষ্টি ঘোষ, ফারিহা রহমান ও শেখ ফারিয়া হোসেন।

দুই বছরের বিশেষ চুক্তির মাধ্যমে বিজয়ীরা কাজের সুযোগ পাবেন সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ এবং টিভি সিরিজে। তাদের পরিচালনা ও প্রচারের দায়িত্বে থাকবে কাজী মিডিয়া লিমিটেড। সুপারস্টার হওয়ার পথে এটি তাদের জন্য হতে যাচ্ছে এক বড় পদক্ষেপ।

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী তাসনুভা আহমেদ, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, অনিমেষ আইচ ও চয়নিকা চৌধুরীসহ নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের অনেক গুণীজন।

Share Now

এই বিভাগের আরও খবর