সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন নেতৃত্বে সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক রাকিব

আপডেট: May 11, 2025 |
inbound2919268642316642760
print news

রাজধানীর হাতিরঝিল সংলগ্ন X Bite রেস্টুরেন্টে গত শনিবার সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ও ক্যানাডিয়ান ইউনিভার্সিটির ছাত্রদলের কর্মীসভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ডিপার্টমেন্টের প্রার্থী সাব্বির হোসেন এবং LLM বিভাগের প্রার্থী মো. দোবাইদুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন LLB ডিপার্টমেন্টের সাইফুল ইসলাম মিরাজ এবং মোঃ রাকিব শিকদার।

ভোট গণনা শেষে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি দিনার হোসেন স্বাক্ষরিত এক নোটিশে সাব্বির হোসেনকে সভাপতি এবং মোঃ রাকিব শিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

নির্বাচনে সাব্বির হোসেন ৭২ ভোট পেয়ে সভাপতি এবং মোঃ রাকিব শিকদার ৬৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। অপরদিকে, মো. দোবাইদুর রহমান পান ৪৪ ভোট এবং সাইফুল ইসলাম মিরাজ পান ৫০ ভোট।

নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন জয়ের পর শিক্ষার্থী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ছাত্রদলের উন্নয়ন এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদল কাজ করে যাবে।

সাব্বির হোসেনের রাজনৈতিক পথচলা শুরু হয় ২০১১ সালে, শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক পঙ্কজ সরকার জয়ের হাত ধরে।

তিনি ২০২০ সালে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা শেষ করেন।

পরবর্তীতে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ন শুরু করেন।

২০২৩ সালের ২ আগস্ট প্রকাশিত কমিটিতে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক হন।

নতুন নেতৃত্বের মাধ্যমে ছাত্রদলের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের দাবি, নতুন কমিটি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।

Share Now

এই বিভাগের আরও খবর