বগুড়ায় আওয়ামী লীগ নেতা আনিস গ্রেফতার

আপডেট: May 18, 2025 |
inbound4362611393436441943
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) এর অভিযানে শহর আওয়ামী লীগের নেতা আখতারুজ্জামান আনিসকে (৬০) গ্রেফগার করা হয়েছে।

শনিবার (১৭ মে) রাত ৮ টার দিকে শহরের ঠনঠনানি এলাকা থেকে আখতারুজ্জামান আনিসকে গ্রেফতার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আখতারুজ্জামান আনিস বগুড়া শহর আওয়ামী লীগের ১১নং ওয়ার্ড সভাপতি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনোর সময় আনিস আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভুমিকা পালন করেছেন।

তিনি ৫ আগস্টের পর আত্মগোপনে ছিলেন। শনিবার রাত ৮টার দিকে ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে তার অবস্থান নিশ্চিত হয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার জানান, আখতারুজ্জামান আনিসকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নামে কয়টি মামলা রয়েছে সে বিষয়টিও যাচাই- বাছাই করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর