গাজায় ‘বিস্তৃত’ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, নিহত ১৪০

আপডেট: May 18, 2025 |
inbound153464706834320333
print news

গাজায় ব্যাপক স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

রবিবার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিক সূত্র সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, নতুন করে এ হামলার লক্ষ্য পুরো গাজা উপত্যকার ‘দখল’ নেওয়া।

বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে ইসরায়েলি সামরিক বাহিনীর দক্ষিণ কমান্ড অংশ নিচ্ছে, যারা উত্তর ও দক্ষিণ গাজার স্থলভাগে কাজ করছে। এছাড়া এ অভিযানে স্থল বাহিনীকে সহযোগিতায় থাকবে ইসরায়েলের বিমান বাহিনী।

এদিকে গাজায় ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, নতুন আক্রমণের লক্ষ্য হামাসকে পরাজিত করা। গাজার জনগণকে সুরক্ষার জন্য স্থানান্তরিত করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পনায় সমগ্র গাজা উপত্যকার ‘দখল’ করার পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরায়েলি এ পরিকল্পনায় দক্ষিণ গাজায় একটি নতুন ‘মানবিক অঞ্চল’ প্রতিষ্ঠার কথাও রয়েছে, যা সাহায্যের ঘাঁটি হিসেবে কাজ করবে।

উত্তর গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মুহাম্মদ আবু সালমিয়া আল জাজিরাকে বলেন, গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলি হামলা তীব্রতর হচ্ছে। শনিবার থেকে উত্তরে অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালটিতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়েছে।

তিনি বলেন, ইন্দোনেশিয়ান হাসপাতালটি উত্তরাঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র। হামলার ফলে এটি পরিষেবার বাইরে থাকার বেঁচে থাকার সম্ভাবনা কমে আসছে।

তিনি সতর্ক করে বলেন, এর ফলে হাজার হাজার অসুস্থ ও আহত মানুষ মারা যেতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর