টিজারে মুখোশ পরে চমক শাকিব খানের

আপডেট: May 18, 2025 |
boishakhinews 65
print news

ঢালিউড কিং শাকিব খানের প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফি নির্মিত সিনেমাটি ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রচারের অংশ হিসেবে আজ মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। মুক্তির পরই অন্তর্জালে ঝড় তুলেছেন শাকিব।

টিজারের শুরুতে দেখা যায়, মুখোশ হাতে হেঁটে যাচ্ছেন কেউ একজন। একটি বড় রুমের ভেতর মুখোশ পরিহিত একদল মানুষকে অস্ত্র হাতে দেখা যায়। এরপর মুখোশ পরা একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াই করতেও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের।

নেপথ্য কণ্ঠে ভেসে আসে দেশবাসীর প্রতি একটি বার্তা, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়। একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের একঝলকে জয়া আহসানকেও দেখানো হয়। টিজারটিতে শাকিবের নাচের একটি মুদ্রা আলাদাভাবে নজর কেড়েছে।

 

১ মিনিট ৩০ সেকেন্ডের টিজার দেখে ভক্ত-অনুরাগীরা তো বটেই, নেটিজেনারাও বিস্মিত। মন্তব্যের ঘরে সেই উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন। একজন লেখেন “এই ‘তাণ্ডব’, ‘বরবাদকেও’ ছাড়িয়ে যাবে।” রাকিব লেখেন, “আগুন।” বিজয় লেখেন, “ইন্ডাস্ট্রি হিট লোডিং মেগাস্টার কাঁপিয়ে দিয়েছে।” প্রেম চৌধুরী লেখেন, “কোরবানির ঈদের বাকি সকল মুভিকে ১০ নং বিপদ সংকেত দিলেন ‘তাণ্ডব’।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে।

‘তাণ্ডব’ সিনেমার টিজার দেখে শোবিজ অঙ্গনের অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। চিত্রনায়িকা বুবলী সিনেমাটির টিজার শেয়ার করে লেখেন, “আরেকটি তাণ্ডব আসছে।”

‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে আলফা আই, কলকাতার এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে।

Share Now

এই বিভাগের আরও খবর