গাজায় একদিনেই নিহত ১৫১: ইসরায়েলি হামলা তীব্র, হাসপাতাল অবরুদ্ধ

আপডেট: May 19, 2025 |
inbound3601934900150250330
print news

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

রোববার (১৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫১ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে গাজার উত্তরাঞ্চলে। সেখানে একদিনেই মারা গেছে ৬৯ জন। ওই এলাকাতেই ইসরায়েলি বাহিনী সবচেয়ে বেশি হামলা চালিয়েছে।

এর আগে, দক্ষিণ গাজার আল-মাওয়াসির একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলায় বহু মানুষ নিহত হন। আশ্রয়কেন্দ্রটিতে ঘুমিয়ে থাকা বাস্তুচ্যুতদের ওপর হঠাৎ চালানো এই হামলায় নিহতদের মধ্যে বহু শিশু ছিল।

হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন গিডিয়ন চ্যারট’-এর অংশ হিসেবে গাজার উত্তর ও দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে তাদের সেনারা।

আইডিএফ দাবি করেছে, এই অভিযানে তারা হামাসের বিভিন্ন ঘাঁটি, সুড়ঙ্গ এবং ট্যাংকবিধ্বংসী সাইটে হামলা চালিয়েছে। গত এক সপ্তাহে তারা ৬৭০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলায় হামাসের বহু যোদ্ধা নিহত হয়েছে এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এছাড়া গাজার কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখলে রাখার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

উল্লেখ্য, গাজায় চলমান এই সংঘাতের কারণে প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। হামলার কারণে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে আশ্রয়কেন্দ্র বা খোলা জায়গায় মানবেতর জীবন কাটাচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর