বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

আপডেট: May 19, 2025 |
inbound2892749945100084743
print news

শাহজাহান আলী,। বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে ঝটিকা মিছিল করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৯ মে (সোমবার) ভোর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-বগুড়ার শাজাহানপুর উপজেলায় খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন (৪৬), খরনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোঃ মাসুদ রানা(৪৫) এবং আওয়ামী লীগ নেতা মোঃ আবু তালেব মেম্বারের ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও মিছিলে স্লোগানদাতা সাবিত হাসান সাদিক।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করীম বলেন,গ্রেফতারকৃত ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

তারা রোববার দিবাগত মধ্যরাতে খরনা এলাকায় আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করেছে এবং এসময় নাশকতারও চেষ্টা চালায়।

Share Now

এই বিভাগের আরও খবর