শিবগঞ্জে মামলা তুলে নিতে বাদীকে হুমকি, থানায় জিডি

আপডেট: May 25, 2025 |
inbound456789021892373951
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে মারপিটের ঘটনায় মামলা দেয়ার পর সেই মামলা উঠাইয়া নিতে বাদীকে হুমকির অভিযোগ উঠেছে বিবাদীদের বিরুদ্ধে।

উপজেলার পীরব ইউনিয়নের সিহালী মাস্টারপাড়া গ্রামে এঘটনা ঘটে। এব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী আয়েশা সিদ্দিকা খাতিজা।

অভিযুক্তরা হলেন, সিহালী দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হায়দার আলী(৫০), মৃত হালিম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান(৪৮), আব্দুল হান্নান(৫২), আব্দুল মান্নানের ছেলে মাহবুব(২৫), হায়দার আলীর স্ত্রী কুলছুম(৪৫), আব্দুল হান্নানের স্ত্রী ডলি বেগম(৪০) ও আব্দুল মান্নানের স্ত্রী নুরুন্নাহার(৩৮)।

জিডি সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে আয়েশা সিদ্দিকার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো।

inbound3894001471649531782

সেই বিরোধকে কেন্দ্র করে চলতি বছরের গত ২২ ফেব্রুয়ারী বিবাদীরা আয়েশা সিদ্দিকা খাতিজা, তার স্বামী মাহমুদুল হাসান তৌহিদ ও ভাগ্নে শাহজালালকে মারপিট করে গুরুতর জখম করে।

এ ঘটনায় আয়েশা সিদ্দিকা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে ৭ এপ্রিল বিবাদীগণ বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্ত হয়ে মামলা উঠাইয়া নেয়ার জন্য আয়েশা সিদ্দিকা ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন।

এখন জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ভুক্তভোগী পরিবার। এমতাবস্থায় প্রশাসনের সুবিচার কামনা করেন তারা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, এবিষয়ে একটি সাধারণ ডায়েরি নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর