শিবগঞ্জের মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিংয়ে বাধা দেওয়ায় শিক্ষককে মারধর

আপডেট: May 26, 2025 |
inbound8113733998615038668
print news

শাহজাহান,আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের মহাস্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইভটিজিং এ বাধা দেওয়ায় উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল ইসলামকে মারধর ও মোবাইল ভাংচুরের ঘটনায় দমশ শ্রেণির শিক্ষার্থী রিদয়সহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গত শনিবার (২৪ মে) দুপুরে স্কুল মার্কেটপর দ্বিতীয় তলা মিরাজ স্টুডিও এর পাশের সিঁড়িতে দুইজন প্রবেশ করে ছাত্রীদের ইভটিজিং এর চেষ্টা করছিল ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রিয়াদ।

বিষয়টি মিরাজ স্টুডিও এর প্রোঃ আতাউর রহমান স্কুলের শিক্ষককে জানালে ঘটনাস্থলে সহকারী শিক্ষক খায়রুল ইসলাম সহ ৩জন শিক্ষক এসে বাধা দেন।

এতে রিদয় ক্ষিপ্ত হয়ে শিক্ষক খায়রুল ইসলামকে লাঞ্ছিত করেন।

স্কুল ছুটির শেষে বাড়ি ফেরার পথে মহাস্থান শীলাদেবীর ঘাট নামক স্হানে ওই শিক্ষকের মোটরসাইকেল থামিয়ে মারধরসহ মোটরসাইকেল ভাংচুর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় স্হানীয়রাসহ ফাঁসিতলা এন,বি, আর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভেজ ইসলাম শিক্ষক খায়রুল ইসলামকে গুরুতর আহত অবস্থায়, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরবর্তীতে ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক খায়রুল ইসলাম।

ভুক্তভোগী শিক্ষক খায়রুল ইসলাম বলেন,একজন শিক্ষকের ওপর বখাটের হামলা মানে আমাদের পুরো শিক্ষক সমাজের ওপর হামলার সমান।

২৪ ঘন্টার ভেতর ওই বখাটে শিক্ষার্থী রিয়াদসহ তার সাথে জড়িতদের গ্রেফতার না করা হলে তিনি অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের কথা বলেন।

এ ঘটনায় প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন,আমাদের সহকারী শিক্ষকের ওপর হামলায় আমরা মর্মাহত।

এর আগেও এসব ঘটনা ঘটেছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিনুজ্জামান শহীন জানান,এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর