জয়পুরহাটে শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বৃষ্টি উপেক্ষা করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
বাদ জুমা কেন্দ্রীয় মসজিদে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদ এর খতিব আবুল কালাম।
পরে জাসাস এর উদ্যোগে বাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাতীঁদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।
পাঁচবিবি মাতাস মন্জিল দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান চৌধুরী’ র তত্ত্বাবধানে কোরআান খতম করে বিশেষ দোয়া করা হয়।