জাপান-বাংলাদেশের যৌথ বিবৃতি

আপডেট: May 30, 2025 |
inbound7290966384828423478
print news

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার।

শুক্রবার (৩০ মে) জাপান ও বাংলাদেশের এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টোকিওতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

উভয় পক্ষই পারস্পরিক সম্পর্কসহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন প্রচেষ্টা, সংস্কার উদ্যোগ ও বাংলাদেশের শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।

এ সময়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন বাড়াতে অব্যাহত সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

যৌথ বিবৃতিতে জানানো হয়, আলোচনায় উভয়পক্ষ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করেছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সহযোগিতা বাড়ানোর জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

জাতিসংঘের সনদটির নীতিগুলি সমর্থন করে। উভয় পক্ষই আইনের শাসন, পাশাপাশি গণতন্ত্রের উপর ভিত্তি করে বহুপক্ষীয়তাকে তাদের সমর্থন নিশ্চিত করেছে।

এতে জানানো হয়, বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলোর মধ্যে ‘অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের স্থিতিশীলতা জোরদারকরণে উন্নয়ন নীতিগত ঋণ’ এবং ‘জয়দেবপুর-ঈশ্বরদী অংশে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প (পর্ব-১)’ উল্লেখযোগ্য।

বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী।

অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের প্রতি জাপানের মানবিক সহায়তা, বিশেষ করে ভাসানচরে অবস্থানরতদের প্রতি সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। জাপান এ বিষয়ে তাদের অব্যাহত প্রচেষ্টার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

পরে প্রধানমন্ত্রী ইশিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Share Now

এই বিভাগের আরও খবর