হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সালাহউদ্দিনের গুমের অভিযোগ

আপডেট: June 3, 2025 |
inbound3447279914104238784
print news

নিজের গুম হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

অভিযুক্ত অন্যরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান, ডিবির সাবেক ডিসি মনিরুল ইসলাম।

মঙ্গলবার (৩ জুন) তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন।

এ সময় ট্রাইব্যুনালে বিএনপিপন্থী একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল প্রমুখ।

এর আগে, ২০২৩ সালের ১৫ অক্টোবর সালাহউদ্দিন আহমেদ ‘গুম কমিশনে’ নিজের গুম হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি এলাকা থেকে নিখোঁজ হন তিনি। ৬২ দিন পর, ওই বছরের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।

সে সময় ভারতীয় পুলিশ জানায়, তিনি উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিলেন, এমন অবস্থায় স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ তাকে আটক করে।

পরে ভারত সরকার তার বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করে। ২০১৫ সালের ২২ জুলাই শিলংয়ের নিম্ন আদালতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

তবে ওই মামলায় ২০১৮ সালে তিনি খালাস পান। ভারতের সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করে, ফলে সালাহউদ্দিনকে ভারতে থাকতে হয়।

শেষ পর্যন্ত ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান তিনি। আদালত তখন তাকে দেশে ফিরতে দেয়ার নির্দেশ দেন।

এরপর ৮ মে আসাম রাজ্য সরকারের কাছে ভ্রমণ অনুমোদনের আবেদন করেন সালাহউদ্দিন।

তিনি উল্লেখ করেন, ২০১৬ সালের জুলাইয়ে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয় এবং ভারতে অবস্থানের কারণে তিনি তা নবায়ন করতে পারেননি।

২০২৩ সালের ৫ আগস্ট দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর, ১১ আগস্ট সালাহউদ্দিন আহমেদ দেশে ফেরেন।

Share Now

এই বিভাগের আরও খবর