গণমুখী বাজেট দেওয়ায় প্রধান উপদেষ্টাকে বিড়ি শ্রমিকদের অভিনন্দন

আপডেট: June 3, 2025 |
inbound8534405144708264691
print news

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গণমুখী ও বাস্তবভিত্তিক’ হিসেবে উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক হারিক হোসেন।

তিনি বাজেটে বিড়ির ওপর শুল্ক না বাড়ানো এবং নিত্যপণ্যের দাম কমানোর প্রস্তাবের জন্য প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও এনবিআর চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিড়ি শিল্প দেশের একটি শ্রমঘন ও প্রাচীন শিল্প হলেও এর ওপর অগ্রিম আয়কর ১০ শতাংশ আরোপ করা হয়েছে, যেখানে সিগারেটে এটি ৫ শতাংশ।

এই বৈষম্য দূর করে বিড়ির অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান শ্রমিক নেতারা।

তাদের আরও দাবি—

বিড়ি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে মজুরি বৃদ্ধি।

বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট উৎপাদন বন্ধ।

নকল বিড়ি উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ।

জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধে কমিটি গঠন।

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাজিম উদ্দিন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, আবুল হাসনাত লাভলু ও সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর