রিআর্থ ক্লাব (বেরোবি) পরিবেশ দিবসে আয়োজন করল প্লাস্টিক দূষণবিরোধী কুইজ

আপডেট: June 6, 2025 |
inbound9065783957148188092
print news

বেরোবি প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর পরিবেশবিষয়ক সংগঠন রিআর্থ ক্লাব এক ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন করেছে।

ক্লাবটির উদ্যোগে রংপুরের খোর্দ্দ তামপাট সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “প্লাস্টিক দূষণ বন্ধ করো” শীর্ষক একটি সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই আয়োজনে বিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা প্লাস্টিক দূষণের কারণ, এর ভয়াবহ প্রভাব এবং পরিবেশ রক্ষায় করণীয় সম্পর্কে সহজ ভাষায় শিক্ষা লাভ করে।

রিআর্থ ক্লাব হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ-সচেতন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন, যারা ন্যায্যতা, সহনশীলতা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করে থাকে।

এ ক্লাব পরিবেশগত ন্যায়বিচার, সামাজিক সমতা এবং তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

কুইজ ও আলোচনা পর্বে ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাসবিন শাকীব, অনুশ্রী রায়, আল শাহারিয়া এবং পুলক অধিকারী।

তারা শিশুবান্ধব ভাষায় প্লাস্টিক দূষণের ক্ষতি ও সমাধানের উপায় ব্যাখ্যা করেন এবং পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের উৎসাহ দেন।

ক্লাবের আহ্বায়ক তাসবিন শাকীব জানান, “প্লাস্টিক এখন আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবচেয়ে জরুরি বিষয় হলো ছোটবেলা থেকেই সচেতনতা তৈরি করা। তাই আমরা শিশুদের মাঝেই এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।”

উল্লেখ্য, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হলেও আসন্ন ঈদ-উল-আযহার ছুটির কথা বিবেচনায় নিয়ে রিআর্থ ক্লাব আগেভাগেই দিবসটি উদযাপন করেছে।

এই আয়োজনের মাধ্যমে রিআর্থ ক্লাব,বেরোবি ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।

Share Now

এই বিভাগের আরও খবর