ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
আপডেট: June 12, 2025
|


ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ আরোহীর সবাই নিহত হয়েছেন। সংবাদমাধ্যম নিউজ-১৮ এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়।
বিমানটিতে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৩২ জন ছিলেন সাধারণ যাত্রী এবং ১০ জন ছিলেন ক্রু সদস্য।
বিমানটিতে যাত্রা করছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।