‘বগুড়া বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন

আপডেট: June 12, 2025 |
boishakhinews24.net 145
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ “বগুড়া বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন করেছেন সচেতন নাহরিক ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ।

১২ জুন (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে বগুড়া জেলা শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন,উত্তরাঞ্চলের প্রবেশদ্ধার হিসেবে বগুড়ার অনন্য ভৌগোলিক অবস্হান।

আয়তন,ইতিহাস, ঐতিহ্য, শিল্প- কলকারখানা, শিক্ষা, স্বাস্থ্যসেবা,কৃষি উৎপাদনসহ নানা দিক থেকেই বগুড়া একটি সম্ভাবনাময় জেলা। বিভাগ গঠনের জন্য প্রযোজনিয় সব উপাদান বগুড়ায় রয়েছে,তবুও এটি বারবার অবহেলিত হচ্ছে।

আমরা অন্তর্বর্তীকালাীন সরকারের কাছে আহবান জানাচ্ছি- বগুড়াকে বিভাগ ঘোষণার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।”

বক্তরা আরও বলেন, “বগুড়ার রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য। সময়ের প্রয়োজনে বৃহত্তর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বগুড়াকে বিভাগ ঘোষণা করা অত্যন্ত জরুরি।

অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকেও এটি একটি উপযুক্ত প্রস্তাব।জনগণের স্বার্থে এবং ন্যায্যতার ভিত্তিতে বগুড়াকে বিভাগ ঘোষণা করতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর