সব পথ হারিয়ে ড. ইউনূস এখন তারেক রহমানের কাছে গেছেন: ফজলুর রহমান

আপডেট: June 12, 2025 |
boishakhinews24.net 148
print news

কিশোরগঞ্জের ইটনায় স্থানীয় বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বড়িবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, ‘ইউনূস সাহেব যখন বাংলাদেশে সমস্ত পথ হারাইয়া ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে ১২ ঘণ্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। বলছেন, আমাকে একটু কথা বলার সুযোগ দেন।’

গতকাল বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চবিদ্যালয় মাঠে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ফজলুর রহমান এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘তারেক রহমানের সঙ্গে সেই বৈঠকটা হবে শুক্রবার। আশা করব, ইউনূস সাহেব সৎভাবে, সত্যভাবে কথা বলবেন। ইউনূস সাহেব, আপনি আমার চেয়ে ৯ বছরের বড়, আপনি আমার মুরব্বি। আপনি নোবেল পুরস্কারপ্রাপ্ত। আমি আশা করব, তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না। এখন বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়।’

বড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি উম্মে কুলসুম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এ এইচ এম জাহিদুল আলম প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর