ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের শোকবার্তা

আপডেট: June 12, 2025 |
boishakhinews24.net 153
print news

ভারতের বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক টুইট বার্তায় এ শোক প্রকাশ করেন।

খাজা আসিফ টুইটে লিখেছেন, আজ আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বিমানে থাকা সকলের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত হয়েছেন, তাদের সকলের জন্য আমাদের প্রার্থনা ও সহানুভূতি রইল।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও এপি জানিয়েছে, পুলিশপ্রধান প্রাথমিক তদন্তের ভিত্তিতে বলেছেন, ‘মনে হচ্ছে বিমানে থাকা সব আরোহীই প্রাণ হারিয়েছেন’।

বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন যাদের মধ্যে দুজন জন পাইলট, ১০ জন কেবিন ক্রু এবং ২৩০ জন যাত্রী ছিলেন। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি একটি ‘মেডে কল’ পাঠিয়েছিল, যা চরম বিপদের সংকেত।

উদ্ধারকাজ চলমান থাকলেও কালো ধোঁয়া ও আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিমানটি একটি মেডিকেলের হোস্টেলে ভেঙে পড়ে।

সরকারি সূত্রে এখনো হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর