ইসরায়েলের হামলার পর জাতির উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতার ভিডিও বার্তা

আপডেট: June 14, 2025 |
inbound7327883449936805251
print news

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। শনিবার (১৪ জুন) জাতির উদ্দেশ্যে দেশের পরিস্থিতি মোকাবিলা করতে জরুরি এই ভাষণ দেন তিনি।

জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি বলেন, ‘ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, যার পরিণতি তাদের জীবন অন্ধকার করে দিতে পারে।’

কঠোর প্রতিশোধের বার্তা দিয়ে খামেনি বলেন, ‘ইরান এ হামলার জবাব হালকাভাবে দেবে না এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘আমরা তাদের প্রতি কোনো সহনশীলতা দেখাব না। কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং তা নেওয়া হবেই। আমাদের ইসলামী প্রজাতন্ত্র ও আল্লাহর অনুগ্রহে, ইহুদিবাদী সরকারকে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ।’

জাতীয় ঐক্যের বার্তা দিয়ে আয়াতুল্লাহ খামেনি দাবি করেন, পুরো ইরানি জাতি এবং সশস্ত্র বাহিনী এই প্রতিশোধে একাত্মতা গ্রহণ করবে। আমাদের সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর পেছনে রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের জবাব দেব।’

শুক্রবার (১৩ জুন) রাতভর ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ধারাবাহিক সামরিক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষস্থানীয় সামরিক নেতৃত্বের একাংশ নিহত হন।

নিহতদের মধ্যে রয়েছেন- সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসি এরোস্পেস কমান্ডার- ব্রিগেডিয়ার জেনারেল আমিরালি হাজিজাদেহ, খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের প্রধান- মেজর জেনারেল গোলামালি রশিদ।

Share Now

এই বিভাগের আরও খবর