বগুড়ায় পুলিশের উপর হামলা, আহত দুই

আপডেট: June 15, 2025 |
inbound4832752128069673048
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে গেলে দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে অহত হয়েছে।

১৫ জুনর(রোববার) সকাল ১১ টার দিকে বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় জি আর মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ মুরাদুন্নবি নিশানকে গ্রেফতার করতে গেলে উপশহর ফাঁড়ির দুই পুলিশ সদস্য এটিএসআই মোঃজাহাঙ্গীর আলম ও কনস্টেবল মোঃ মনিরুজ্জামানকে ধারালো অস্ত্রের আঘাতে আহত করেন।

পরে স্হানীয় লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যদের সহযোগিতায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক তথ্যে জানা যায়, জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মুরাদুন্নবি নিশানকে গ্রেফতারের উদ্দেশ্যে ২জন পুলিশ সদস্য বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় গেলে বর্নিত সাজাপ্রাপ্ত আসামী ওই দুই পুলিশ সদস্যকে ধারালো চাকু দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

Share Now

এই বিভাগের আরও খবর