শিক্ষক নেই, ক্লাস নেই- স্বপ্ন থমকে যাচ্ছে গণিত বিভাগের শিক্ষার্থীদের 

আপডেট: June 18, 2025 |
inbound8974945340753961746
print news

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের গণিত বিভাগে চলছে চরম শিক্ষক সংকট। প্রায় ৫০০ শিক্ষার্থীর বিপরীতে মাত্র দু’জন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে অনার্স, মাস্টার্স ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদান।

দুইজন শিক্ষকের মধ্যে আবার একজন মাতৃকালীন ছুটিতে অর্থাৎ মাত্র একজন শিক্ষক দিয়েই  চালানো হচ্ছে পুরো বিভাগ।

ফলে ব্যাহত হচ্ছে নিয়মিত ক্লাস, কমে যাচ্ছে শিক্ষার মান, আর হতাশায় ডুবছে শিক্ষার্থীরা।

একদিকে পর্যাপ্ত ক্লাস না হওয়া, অন্যদিকে বারবার দাবির পরও শিক্ষক না আসায়, বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

শিক্ষকেরা দিন-রাত পরিশ্রম করেও বিভাগের চাপ সামলাতে পারছেন না।

এমন অবস্থায় পাঠ্যবিষয়ভিত্তিক উন্নয়নের বদলে পিছিয়ে পড়ছে গণিত বিভাগ।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক গনিত বিভাগের এক শিক্ষার্থী  জানান,“নতুন ভর্তি হয়েছি, ভাবছিলাম কলেজে এসে গুছিয়ে গণিত শিখবো। কিন্তু ক্লাস হয় না, শিক্ষক নেই—এসে দেখি শুধু হতাশা।

বই দেখে নিজে নিজে পড়ে শিখতে হচ্ছে, অথচ আমাদের তো গাইডলাইন দেওয়ার কেউই নেই।“আমরা যখন গণিত অনার্সে ভর্তি হই, স্বপ্ন ছিল বিসিএস বা উচ্চশিক্ষায় যাবো।

কিন্তু এখন তো সেশনজট আর বেসিকই ঠিকমতো শিখতে পারছি না। সরকার কি আমাদের ভবিষ্যতের কথা একবারও ভাবছে না?”

গনিত বিভাগের শিক্ষার্থী আশিক হৃদয় বলেন, ‘আমাদের বিভাগীয় প্রধান অবসরে যাওয়ার পর এখন আমাদের বিভাগে মাত্র দু’জন শিক্ষক আছেন।

দু’জন শিক্ষকের পক্ষে অনার্সের চারটা সেশন, মাস্টার্স এবং উচ্চমাধ্যমিকের ক্লাস নেওয়া অসম্ভব। ফলে আমরা যারা তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষে অধ্যয়নরত তারা আসলে ক্লাস পাই না বললেই চলে।

শিক্ষক সংকটের কারণে আমরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি।’

এই বিষয়ে  অধ্যক্ষ ড. কাকলী মুখপাধ্যায় বলেন,‘শিক্ষকের জন্য একাধিকবার আমরা কর্তৃপক্ষের কাছে গিয়েছি, বহুবার আমরা আবেদন করেছি।

কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। অনেকে এখানে শিক্ষক হওয়ার জন্য আবেদন করেছেন, সেটাও আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি।

কিন্তু এ ব্যাপারেও আমরা কোনও ইতিবাচক সাড়া পাই নি।

শিক্ষা বিশ্লেষকরা বলছেন, কোনো সরকারি কলেজে গণিতের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এমন শিক্ষক সংকট শিক্ষাব্যবস্থার প্রতি উদাসীনতার পরিচায়ক।

গণিত এমন একটি বিষয় যেখানে ধারাবাহিকতা ও বোঝাপড়া অত্যন্ত জরুরি। নিয়মিত ক্লাস না হলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে এবং ফলাফল খারাপ হওয়ার ঝুঁকি তৈরি হবে।

গণিত বিভাগে অন্তত ৮ থেকে ১০ জন শিক্ষক না থাকলে বিভাগকে সচল রাখা সম্ভব নয়। এই সংকট নিরসনে এখন প্রয়োজন সিদ্ধান্তগ্রহণকারী মহলের দৃঢ় ও দ্রুত পদক্ষেপ দেখতে চায় শিক্ষার্থীরা।

তাই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

Share Now

এই বিভাগের আরও খবর