সংসদের আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই: আব্দুস সালাম


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইশুতে সরকারের পক্ষ থেকে বিএনপিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ইশরাক হোসেন না থামলে সিটি করপোরেশনে নির্বাচন হবে। এ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।
শুক্রবার (২০ জুন) সকালে রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলীর গৌরাঙ্গবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুস সালাম এ কথা বলেন।
তিনি আরও জানান, তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকে শুধুমাত্র জাতীয় নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে এবং নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার কথা বলা হয়েছে।
এ সময় ইশরাক ইস্যুতে সরকারের বার্তা সম্পর্কে তিনি বলেন, “বিএনপি যথাসময়ে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করবে।”
নির্বাচনী প্রচারণায় কালো টাকার ব্যবহার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “কালো টাকার ব্যবহার রোধের পাশাপাশি যাতে প্রচারণা বাধাগ্রস্ত না হয়, সেটিও দেখতে হবে।”
অন্যদিকে, বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে ইশরাক ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত উপদেষ্টারা ইশরাকের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কঠোর হওয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা মামলায় ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন ট্রাইব্যুনাল। কিন্তু শপথ গ্রহণ না করেই মেয়রের দায়িত্ব পালন শুরু করায় সৃষ্টি হয় জটিলতা।
নগর ভবন অবরুদ্ধ করে রাখা ও প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের ঘটনায় সরকারের অসন্তোষ চরমে পৌঁছেছে।
আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়ার পরও নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে, যা পরে আদালতেও চ্যালেঞ্জ হয় এবং উচ্চ আদালত সেই রিট খারিজ করে দেয়।
এই পরিস্থিতি দ্রুত সমাধানে সরকার এবং অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ আলোচনায় বসছে বলে জানা গেছে।