বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে অনূর্ধ্ব–১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্হাপনায় এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নভাল অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন (শনিবার) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের এই কার্নভাল অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত এই সিক্স-এ সাইট ক্রিকেট টুর্নামেন্টে ৬টি দল অংশ নেয়। দলগুলো হলো-পদ্মা, মেঘনা,যমুনা,কর্ণফুলী, বুড়িগঙ্গা ও সুরমা।
মোট ৪৮ জন ক্ষুদে ক্রিকেটার এতে অংশগ্রহণ করে।
দিন শেষে রোমাঞ্চকর ফাইনাল খেলায় মেঘনা দল এক উইকেটে কর্ণফুলী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সহজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু,খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা,শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল,ইয়ং টাইগার ক্রিকেট একাডেমির পরিচালক শাহেদুল ইসলাম রবি ও সিরাজুল ইসলাম সাজুসহ প্রমূখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি ক্ষুদে ক্রিকেটারের হাতে সম্মাননাসূচক ক্রেস্ট তিলে দেওয়া হয়।