করোনায় দেশে ২ জনের মৃত্যু, শনাক্ত আরও ৪

আপডেট: June 21, 2025 |
inbound2125300412560187119
print news

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৪ জন।

শনিবার (২১ জুন) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যাতে শনাক্তের হার ১.৯০ শতাংশ। এর আগে শুক্রবার (২০ জুন) নতুন করোনা শনাক্ত হয়েছিল ৬ জনের।

নতুন চারজন শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনে। নতুন করে দুজনের মৃত্যুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ২৯ হাজার ৫১০ জনে পৌঁছেছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ১১ জনের, এবং একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৯৭ জন।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

Share Now

এই বিভাগের আরও খবর