ইরান বিষয়ে কূটনীতিতে ‘এখনো আগ্রহী’ ট্রাম্প

আপডেট: June 23, 2025 |
inbound7885368892035495998
print news

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানে এখনও আগ্রহী বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘’ইরানি শাসকগোষ্ঠী যদি শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে না আসে, তাহলে ইরানি জনগণের উচিত হবে এই সহিংস সরকারের ক্ষমতা কেড়ে নেওয়া, যারা দশকের পর দশক ধরে তাদের দমন করে আসছে। এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও আগ্রহী এবং সম্পৃক্ত।’’

গণমাধ্যমের খবরে বলা হয়, এই মন্তব্য এমন সময় এলো যখন সাম্প্রতিক মার্কিন হামলা নিয়ে পররাষ্ট্রনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এর একদিন আগেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরানে সাম্প্রতিক মার্কিন হামলা ‘শাসন পরিবর্তনের উদ্দেশ্যে নয়’।

তবে কিছু সময় পর প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘’যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান করতে না পারে, তাহলে শাসন পরিবর্তন কেন হবে না’’

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন একদিকে শান্তিপূর্ণ সমাধান এবং অন্যদিকে শাসন পরিবর্তনের হুমকি দিয়ে কূটনীতির দুই পথই খোলা রেখেছে। এতে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক ও কূটনৈতিক চাপে ভারসাম্য রাখতে চাইছে ওয়াশিংটন।

Share Now

এই বিভাগের আরও খবর