ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করলো ইরান

আপডেট: June 24, 2025 |
inbound1681583279919481739
print news

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তারা বলেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করছে ইরান। খবর বিবিসি’র।

এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে “তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে জোরালোভাবে জবাব দেওয়ার” নির্দেশ দিয়েছেন।

এদিকে ‘আগ্রাসন হলে জবাব দেওয়া হবে’ বলে হুশিয়ারি দিয়েছে ইরানের শীর্ষ নিরাপত্তা কাউন্সিল।
এক বিবৃতি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, “পরবর্তী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক, দৃঢ় এবং সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে”।

বিবৃতিতে কাউন্সিল ইরানি জনগণের “সচেতনতা, স্থিতিস্থাপকতা এবং ঐক্য”র প্রশংসা করে বলেছে যে “শত্রুদের পরাজয়” ইরানিদের “দৃঢ় সংকল্প, কৌশলগত ধৈর্য এবং অপমান বা একতরফা আপস মেনে নিতে অস্বীকৃতির” ওপর নির্ভরশীল।

বিবৃতিতে ইরান এবং তার বাহিনীর ইরানের ওপর আক্রমণের প্রতিশোধ হিসেবে “নির্ধারক এবং পরিকল্পিত আঘাত” প্রদানের জন্যও প্রশংসা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর